কাঁকড় মাটি, ধুলোটে পথ আমার দেশ;
নিঝুম দুপুর, সজীব বিকেল আমার দেশ;
ঘড়ির কাঁটায় বাঁধা জীবন আমার দেশ;
শিল্পশহর তকমা আঁটা আমার দেশ।

আমার দেশের পথগুলো সব আজ ভাঙা,
আমার দেশের ঘরগুলো সব আজ ফাঁকা
আমার দেশে সন্ধ্যাপ্রদীপ দেয় না কেউ,
বন্ধ হয়েছে নতুন দিনের গল্প আঁকা।

বলতে পারিস বন্ধু পাহাড় ও কানগোই-
ছোট্টবেলার দেশটা আমার হারালো কই?