লাল খোপ খোপ নতুন গামছা
লাল পাড় কোরা শাড়ি
মেয়েটা কাল যাবে শ্বশুরবাড়ি

হলুদ কুটবে সাতটি এয়ো
সাতটি পান-সুপারি
মেয়েটা কাল যাবে শ্বশুরবাড়ি

লাল-সাদা পলা শাঁখা
সোনা ষোলো ভরি
মেয়েটা কাল যাবে শ্বশুরবাড়ি

ফুল-চন্দন, দামি সুগন্ধী
বেনারসী জরি
মেয়েটা কাল যাবে শ্বশুরবাড়ি

আলোর মালা, বিসমিল্লা
ফুল সাজানো গাড়ি
মেয়েটা কাল যাবে শ্বশুরবাড়ি

বর দেখতে ছুটলো ধুতি,
তসর, ঢাকাই শাড়ি
মেয়েটা কাল যাবে শ্বশুরবাড়ি

একলা ঘরে টুংটাং সাথী
হাতের নতুন চুড়ি
পিছন ফিরে তাকায় সাথে দাদুর দেওয়াল ঘড়ি

মা বলতেন তুই যে আমার
স্বপ্ন বেলোয়াড়ি
রঙ -রোশনাই মিলিয়ে তোকে মনের মতন গড়ি

বুকের কোণে অচেনা মেঘ
বৃষ্টি ঝিরিঝিরি
বাবা ডাকতেন প্রজাপতি, পাখি কিংবা পরী

একটা ছোট্ট পাখি
(বা) রঙ -রোশনাই পরী
সেই পাখিটা, সেই পরীটা যাবে শ্বশুরবাড়ি ।