"আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে..."
ছোট্ট বেলার ছবি মন আজও ঠিক আঁকে;
"আমি যদি চাঁপার বনে চাঁপা হয়ে ফুটি..."
তবে বুঝি মন সত্যি সত্যি আজকে নেবে ছুটি;
"মাগো আমায় ছুটি দিতে বল..."
মন , দুজনাতে মিলে আজ পথ হাঁটি চল;
"মনে কর নাগো বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে..."
মন, চল দুজনায় নিরুদ্দেশ হই দূর তেপান্তরে;
"যত ঘন্টা যত মিনিট সময় আছে যত, শেষ যদি হয় চিরকালের মত..."
মন, তাহলে তুই আর আমি হাঁটব অবিরত;
"আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা..."
মন, চল্‌ দুজনায় যাই যেখানে ইচ্ছাপূরণ মেলা;
"মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি..."
কত কি যে করি আমরা দু'জনেতে জুটি-
"হে নূতন, দেখা দিক আর বার, জন্মের প্রথম শুভক্ষণ..."
প্রতিবছর গাই একই গান আমি, আমার মন।
"বিশ্বসাথে যোগে যেথায় বিহারো..."
তোমার সৃষ্টি সাগরে আমার সাথে ডুব দেয় মন আমারও -
"রূপসাগরে ডুব দিয়েছি, অরূপরতন আশা করে..."
অতল তলে, কুড়াতে চাই, যা কিছু পাই, দু'হাত ভরে-
"আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি..."
রবিঠাকুর, তোমায় আজও কিচ্ছু জানা হয়নি।