এক পশলা বৃষ্টি পড়লে
আপনার বাড়ি যাব।
অনুমতি পেলে নতুন দুটো
লেখা পড়ে শোনাব।

দুই পশলা বৃষ্টি পড়লে
তোদের বাড়ি যাব।
চা-ঝালমুড়ির গোলটেবিলে
আলপিন থেকে এলিফ্যান্ট হয়ে,
সাত- সমুদ্র ঘুরে-ফিরে-দেখে,
দুনিয়া পালটে দেব।

তিন পশলা বৃষ্টি পড়লে
তোমার কাছে যাব।
বেচাল ছাতা, রবারের চটি,
ক্যানভাস ব্যাগ, মন্থর গতি,
সামলে-সুমলে একসাথে ঠিক,
হাতে হাত আর কাঁধে কাঁধ রেখে,
ভেজা বাতাসের বিপরীতে বা দিকে,
টাপুর-টুপুর আদরেতে ভিজে-
মেঘের আড়ালে তারাদের খোঁজে,
পিছল পথ পেরোব।

facebook link: https://www.facebook.com/mahasweta.ray/posts/10157808899707494