ফেসবুকে কিছু মৌলিক পোস্ট করা আর জেনেশুনে খড়ের গাদায় সূঁচ ছড়ানো- ব্যাপার দুটো একই পর্যায়ে পড়ে। তাই খুঁজে পেতে ফিরে পাওয়া পুজোর আগে লেখা দুটো ছড়া , পুজোর পরে জায়গা পেল ব্লগে।

পুজোর দিন কয়েক আগে ব্যাঙ্কে যেতে হয়েছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। বসার চেয়ারও দেয় নি। অগত্যা, মাথা ঠাণ্ডা করার জন্য তাকে অন্য দিকে খাটাতেই হয়েছিল। তারই ফসল -পুজোর লিমেরিকঃ

——————————————————————

সকাল বেলা রোদ ঝলমল মেঘকালো মুখ দুপুর
টীপের পাতা চুড়ি জুতো কেনা বাকি খুকুর
পুজো এবার হবে কি মাটি
খুকু জোরে কান্নাকাটি
শিগগির সব মেঘ সাফ কর হেই দুর্গা ঠাকুর

——————————————————————

সোনার বরন মা দুর্গা সবুজ রঙা অসুর
ছেলে মেয়ে বাহন সমেত সংসার ভরপুর
আসবে কদিন পরে
তাই মহালয়ার ভোরে
বীরেনবাবুর দরাজ গলায় আগমনীর সুর

 

২২ শে অক্টোবর, ২০১৩ তে প্রথম প্রকাশিত