রাশিয়া কেন ইউক্রেনকে আক্রমণ করল, সেই নিয়ে দিন দুয়েক আগে ইউটিউবে নানা খবর দেখছিলাম। এক জায়গাতে শুনলাম বলছে 'Euromaidan' ...'maidan' শুনে কৌতূহল হল। একটু নেট ঘাঁটলাম। জানলাম ইউক্রেনের রাজধানী কিয়েভ এর মাঝে রয়েছে এক বড় স্কোয়্যার। তার নাম Maidan Nezalezhnosti আক্ষরিক অর্থে "Independence Square"। এই জায়গাটা স্থানীয় মানুষদের কাছে maidan নামেই পরিচিত ।

উইকিপিডিয়া জানাচ্ছে, 'Maidan is a Ukrainian word for "square, open space", with widely used equivalents in the Middle East and South Asia to refer to an open space in or near a town, used as a parade ground or for events such as public meetings. It comes from Persian میدان (meydân, "town-square or central place of gathering"), itself an Iranian borrowing ultimately from Proto-Indo-European *médʰyos. Compare Avestan maiδya, Sanskrit मध्य (madhya) and Latin medius. The word also was borrowed into neighboring Turkic languages, as in the Crimean Tatar and Turkish meydan, which are the likely sources of the borrowing into Ukrainian. '

ইউক্রেনের মানুষ যেমন শহরের মাঝের বিরাট খোলা একটা জায়গাকে 'ময়দান' ডাকেন, আমরাও তেমনই নামে ডাকি... ওঁরা ঠিক কেমন উচ্চারণ করেন জানা নেই, বিবিসি আর ফরাসি সাংবাদিকরা তো অবাঙালি ভারতীয়দের মতই উচ্চারণ করলেন...' ম্যায়দান' । বহু প্রাচীন ভাষার শব্দগুলিকে তো উচ্চারণ ও করতে পারলাম না... ফার্সি মেদান, সংস্কৃত মধ্য, ল্যাটিন মেডিয়াস --- এদিক ওদিকে ঘুরে ঘুরে সেই একই নাম কলকাতা শহরের ফুসফুসেরও ... যার নামে একটা গোটা মেট্রো স্টেশনও আছে... যেখানে রোজ হাজারে হাজারে মানুষ স্কুল-কলেজ-অফিস করতে যায়,আমিও যেতাম এক সময়ে। উইকি থেকে পাওয়া কিয়েভ-এর Maidan Nezalezhnosti এর ছবিটাও ওইরকমই একটা জায়গা দেখায়। ওই মাঝখানে উঁচু স্তম্ভের মাথায় মূর্তিটা ঠিক কেমন ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথার পরীটার মতই লাগে।

যুদ্ধ নিয়ে মত্ত যারা, তাদের অবশ্য হাজার হাজার কিলোমিটার দূরে বসবাস করা সম্পূর্ণ অচেনা জনগোষ্ঠীদের মধ্যে এমন ফিনফিনে কিন্তু জোরালো সব যোগসূত্রের খোঁজ পেলেও কোনো কিছু যায় আসে না।