সকালবেলা ফুলঝাড়ু কেনার জন্য পাড়ার নিয়মিত ফেরিওয়ালাকে ডাক দিলাম। তিনি তাঁর বিভিন্ন রকমের ঝাড়ুর সমাহার নিয়ে এলেন। একটা ঝাড়ু কেনা হল। সাথে হল একটু কথাবার্তা। তিনি মগরাহাটে থাকেন। রাত তিনটেতে ঘুম থেকে উঠে, এক ঘন্টা পায়ে হেঁটে স্টেশনে এসে ট্রেন ধরে মহানগরে আসা। তারপর পাড়ায় পাড়ায় ঘুরে ফুলঝাড়ু, ঝুলঝাড়ূ বিক্রি। বেলা তিনটে -সাড়ে- তিনটে নাগাদ বাড়ি ফেরা। তারপরে ক্ষেতের কাজ।ওনার তিন সন্তান। বড় ছেলে বি.এ. থার্ড ইয়ারে পড়ে।পরের ছেলে উচ্চ মাধ্যমিক দিল এবার। মেয়ে ছোট, পড়ে ক্লাস এইটে।