ইন্দিরাদির লেখাটা পড়ে মনে হল একটু কালার সাইকোলজি, বা রঙের মনস্তত্ব নিয়ে কথা বলা যাক।যাঁরা একটু রঙ নিয়ে ঘাঁটাঘাঁটি করেন (অথবা করেন না), ছবি-টবি আঁকেন (অথবা আঁকেন না)- তাঁরা মোটামুটি সবাই জানেন সবুজ রঙ তৈরি হয় দুটো প্রাথমিক রঙ - নীল আর হলুদ মিশিয়ে।যদি নীল আর হলুদ কে আলাদা করে ধরি, তাহলে বলি, নীল হল খোলা আকাশ, দিগন্ত বিস্তৃত সাগরের (আর লেকের) জলরাশির রঙ; নীলের সাথে জড়িয়ে আছে মুক্তচিন্তা, বিশ্বাস এবং প্রাজ্ঞতার আশ্বাস। আর আধুনিক জীবনে, নীল অবশ্যই  পেশাদারিত্বের/প্রফেশন্যালিস্‌ম্‌ এর রঙ - একটু ভেবে দেখুন দেখি- আমাদের আশেপাশের কতগুলি সফল বহুজাতিক সংস্থার লোগোতে ব্যবহার করা হয়েছে নীল ?আর হলুদ - হাসিখুশি হলুদ হল প্রানোচ্ছলতা, স্ফূর্তি, আনন্দ আর উচ্ছলতার রঙ, আবেগের রঙ । ইয়াহু মেসেঞ্জার বা জি-টক, অথবার কফিহাউসের জাজু ইমোটিকন্‌স্‌- সব স্মাইলিরই কিন্তু প্রাথমিক রঙ হলুদ। স্কুল বাসের রঙ হলুদ। বাঁদরলাটির রং-ও ।আবার আরেকদিক থেকে দেখতে গেলে, কালার হুইলে নীল পড়ে শীতল রঙ/ কুল কালার্স্‌ এর দলে, আর হলুদ পরে উষ্ণ রঙ/ ওয়ার্ম কালার্স এর দলে।পশ্চিম বঙ্গে গত ১৩ই মে যে সবুজের জোয়ার এল (সুনামি বলব না, সুনামি বড় ভয়ানক সব স্মৃতি বহন করে আনে) , সেই জোয়ারের কথা মাথায় রেখেই বলি, এই সবুজে থাক নীল আর হলুদের সঠিক মিশেল - তৈরি হোক এক সজীব সবুজ - যেখানে পেশাদারিত্বের সাথে থাকবে সংবেদনশীলতা, মুক্তচিন্তা এসে মিশবে আবেগের সাথে, প্রাজ্ঞতার সাথে মিশে যাবে প্রানোচ্ছলতা। এ সবুজ হোক নাতিশীতোষ্ণ - চোখজোড়ানো, মন ভরানো। সবুজ যে প্রকৃতির রঙ, সজীবতার রঙ, আশার রঙ।[তা বলে লাল কি খারাপ রঙ? আমরা তো জানি লাল হল ভালবাসার রঙং। প্যাশনের রঙ। কৃষ্ণচূড়ারও রঙ। কি করে যে বদলে হয়ে গেছিল শুধুমাত্র রক্তের, লালফিতের আর সাদা অ্যাম্বাসেডরের মাথায় বাতির রঙ - কে জানে! ][ ইন্দিরাদির পোস্টে কমেন্ট রূপে প্রকাশিত কফিহাউসেরআড্ডার এই পাতায়]